top of page

ঘাস কাটতে গিয়ে বিস্ফোরণে আহত দুই কিশোর

ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত দুই কিশোর। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রতুয়া ১ নম্বর ব্লকের চাঁদমনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে৷ আহতরা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।


আহত দুই কিশোরের নাম সামির আক্তার (১৩) ও মহম্মদ ইমতিয়াজ (৯)৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল দুই কিশোর। কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ বিস্ফোরণে আহত হয় দুজনেই। তড়িঘড়ি স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেলে ভরতি করেন।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সামিরের এক আত্মীয় জানান, ছেলেরা মাঠে ঘাস কাটতে গিয়েছিল৷ ওই জমিতেই বোমা পড়ে ছিল৷ বাচ্চারা সেটা সম্ভবত হাতে নিয়ে খেলছিল৷ তখনই বিস্ফোরণ ঘটে৷ সামিরের হাত উড়ে গিয়েছে৷ দুজনেরই শরীরের অনেক জায়গায় বোমার আঘাতে ক্ষত হয়েছে৷


এদিকে খবর পেয়ে আহত দুই কিশোরের সঙ্গে দেখা করতে যান মন্ত্রী তজমূল হোসেন। তিনি বলেন, বাচ্চা দুটো ঘাস কাটতে গিয়েছিল৷ সেখানে তারা বোমায় আক্রান্ত হয়েছে৷ দু’জনকে দেখে এলাম৷ বর্তমানে তারা সুস্থ আছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়েছে৷ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা যাচ্ছে। দোষীদের উপযুক্ত শাস্তি হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page