নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই নাবালিকা
নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল দুই কিশোরী। আজ সকালে ঘটনাটি ঘটেছে রতুয়ার নাককাট্টি ব্রিজের নীচে। স্থানীয়রা দুই কিশোরীর খোঁজে নদীতে তল্লাশি চালালেও এখনও পর্যন্ত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়নি।
নিখোঁজ দুই কিশোরীর নাম পূজা মণ্ডল (১৪) ও সুপ্রিয়া মণ্ডল (১৩)। বাড়ি রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের ঝাকসুটোলা গ্রামে। পূজা ও সুপ্রিয়া সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলচণ্ডীর পুজো দেওয়ার জন্য আজ সকালে তারা নাককাট্টি ব্রিজের নীচে স্নান করতে যায়। হঠাৎ সুপ্রিয়া জলে ডুবতে শুরু করে। তাকে বাঁচাতে গিয়ে পূজাও জলে তলিয়ে যায়।
পূজা ও সুপ্রিয়ার এক আত্মীয় জানান, এলাকার ৫-৭ জন মেয়ে আজ সকালে একসঙ্গেই ঘাটে স্নান করতে আসে। সেই সময় প্রথমে সুপ্রিয়া জলে ডুবতে শুরু করে। তাকে বাঁচাতে গিয়ে পূজাও জলে ডুবে যায়। ওদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। তবে প্রশাসনের উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে আসেনি।
[ আরও খবরঃ ১০ মাসের শিশুকে হত্যার অভিযোগ, আটক দাদু-দিদা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários