ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, আক্রান্ত আরও দুই
গত ২৪ ঘণ্টায় মালদায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন আরও দুইজন।
সোমবার রাত ১১.৫৫ পর্যন্ত মালদা মেডিকেল কলেজে ১,৩১০টি নমুনার পরীক্ষায় দুইজনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এদিনের আক্রান্তরা প্রত্যেকেই পুরুষ এবং তাঁরা মালদা জেলার বাসিন্দা। আরও ২১৮টি নমুনার পরীক্ষা পর্ব এখনও শেষ হয় নি। নতুন করে করোনা আক্রান্তদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে৷
মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, সোমবার মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে মালদা জেলার ৯৭টি লালারসের নমুনা আসে। সাথে দক্ষিণ দিনাজপুর থেকে ১১টি নমুনাও জমা হয়। এদিন উত্তর দিনাজপুর থেকে কোনও নমুনা আসে নি। মেডিকেল কলেজের পরীক্ষাগারে ‘ব্যাকলগ’-এর সংখ্যা এদিন ১০৮টি। যা গত দিনগুলির তুলনায় অনেক কম। মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে এখন অবধি ২৩,২৭০টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷
জেলায় এই মুহূর্তে চিকিৎসাধীন ১২০ জন। এই রোগীরা পুরাতন মালদার কোভিড হাসপাতাল ছাড়াও অন্যান্য আইসোলেশন সেন্টারে ভরতি আছেন। বাকি ১১১ জন আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
[ আগের খবরঃ নতুন সংক্রমণ পাঁচ, ফের আক্রান্ত নার্স ]
টপিকঃ #CoronaVirus #CovidPositive
Comments