বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত দুই
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার চর কাদিরপুর এলাকায়। মৃতদের নাম মিঠুন মণ্ডল (২২) ও প্রেমচাঁদ মণ্ডল (৩৫)। মিঠুনের বাড়ি ইংলিশবাজার থানার তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লি এলাকায়। প্রেমচাঁদ চর কাদিরপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল হবিবপুরের ছাতিয়ানগাছি থেকে একটি বিয়ের গাড়ি মালদায় ফিরছিল। গাড়ির চালক মিঠুন মণ্ডলের সঙ্গে ছিলেন বরযাত্রী মনোজ মল্লিক। বিয়ে বাড়ি থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কাদিরপুর এলাকায় প্রেমচাঁদ মণ্ডল নামে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। সেখান থেকে খানিকটা দূরে রাস্তার পাশে লাইটপোস্টে ধাক্কা মারে গাড়িটি। সেখানে চালক মিঠুন মণ্ডলের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পাশাপাশি ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments