রাতে 'কুপিয়ে' খুন হলেন দু’জন, মোতায়েন বিশাল পুলিশবাহিনী
গতকাল রাতে মাছের ধরার জালকে কেন্দ্র করে বিবাদের জেরে দুই গ্রামবাসীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রামপঞ্চায়েতের পার্বত্যা গ্রামে৷ রাতের এই ঘটনার পর উত্তেজনা চরমে উঠে গ্রামে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।
মৃত দুই গ্রামবাসীর নাম ফুলচাঁদ ঘোষ (৩২) ও অর্জুন ঘোষ (৩০)৷ পেশায় দু’জনেই দুধ ব্যবসায়ী৷ আহত হয়েছেন ভীম ঘোষ নামে আরও এক স্থানীয় বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে পার্বত্যা গ্রামের এক পুকুরে ছোটো জাল ভাসতে দেখা যায়। সেই জাল অন্য পুকুরে ফেলে মাছ ধরছিলেন ফুলচাঁদ, অর্জুন সহ আরও কয়েকজন৷ এরপর সেখানে উপস্থিত হয়ে গ্রামেরই দুই বাসিন্দা রাজেশ ও মদন জালটি নিজেদের বলে দাবি করে৷ দু’পক্ষের মধ্যে বচসা ও মারধর শুরু হয়৷ এইসময় অস্ত্র দিয়েও জখম করা হয়৷ ততক্ষণে রাত হয়ে যাওয়ায় ফুলচাঁদরা গ্রামের একটি ওষুধের দোকানে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিল৷ রাস্তায় ফুলচাঁদ ও অর্জুনের উপর বিপক্ষ গোষ্ঠীর লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামের মানুষজন৷ বেশ কিছু সময় পর সেখানে যায় ইংরেজবাজার থানার পুলিশ৷ পুলিশকর্মীরাই আশঙ্কাজনক অবস্থায় সবাইকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসেন৷ সেখানে ফুলচাঁদ ও অর্জুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে৷ তার মধ্যে ভীম ঘোষের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷
মৃতদের এক আত্মীয় জানান, এই সময়ের টানা বৃষ্টিতে গ্রামের সব পুকুর ভেসে গিয়েছে৷ গতকাল বিকেলে আমরা সবাই মাছ ধরতে গিয়েছিলাম৷ একটি পুকুরে জাল লাগানো আছে দেখে আমরা সেই জাল নিয়ে মাছ ধরছিলাম৷ সেইসময় যার জাল সে আমাদের প্রশ্ন করে৷ আমরা বলি, মাছ ধরার জন্য জাল নিয়েছি৷ সকালে জাল ফেরত দিয়ে দেব৷ অথবা যত দাম লাগে, তা মিটিয়ে দেব৷ আমরা জাল নিয়ে চলে আসার সময় তার মালিক জাল ফেরত দিতে বলে৷ আমরা জাল তাকে ফেরতও দিয়ে দিই৷ সেই সময় সে আমার মামাকে মারে৷ তির দিয়ে জখমও করে৷ রাত হয়ে গেছে দেখে, কিছু না বলে আমরা গ্রামে ফিরে আসি৷ ভেবেছিলাম, যা হওয়ার সকালে হবে৷ আমরা যখন বাড়ি ফিরেছি, তখন রাস্তা দিয়ে ঘরে ফিরছিল কাকারা৷ সেই সময় রাস্তাতেই তাদের উপর তির, হাঁসুয়া, ভোজালির মতো ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়৷ হামলায় আমার এক মামা ও এক কাকা মারা গিয়েছে৷ তাদের নাম ফুলচাঁদ ঘোষ ও অর্জুন ঘোষ৷ এই ঘটনায় জড়িত রয়েছে রাজেশ রায়, নিমাই রায়, বলাই রায়, মদন ঘোষ, রবি ঘোষ সহ আরও কয়েকজন৷
আজ রাজেশ, নিমাই সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পার্বত্যা গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী৷ তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত কোনও পুলিশকর্তা মন্তব্য করে নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments