প্রকাশিত হল গৌড়বঙ্গে ফলাফল, উত্তীর্ণ ৬৯ শতাংশ
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হল ২০১৮ সালের অনার্স কোর্সের পার্ট ওয়ান ও পার্ট টুয়ের ফলাফল৷ উপাচার্য স্বাগত সেন আজ সেই ঘোষণা করেন৷ তিনি বলেন, পার্ট ওয়ানে এবছর নতুন সিলেবাসে পাশের হার ৬৯ শতাংশ৷ এর মধ্যে ছাত্রদের পাশের হার ৬৬ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৭১ শতাংশ৷ গতবছরও পাশের হার প্রায় একই ছিল৷ ১৭ সালে পাশের হার ছিল ৬৮.৮৮ শতাংশ৷ এবার পার্ট ওয়ান পরীক্ষায় ৩৩ হাজার ৬৭৯ জন পরীক্ষা দেন৷ এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ১৬ হাজার ৪৫ জন ও ছাত্রীর সংখ্যা ১৭ হাজার ৬৩৪ জন৷ পার্ট ওয়ানে ফেল করেছেন ১০ হাজার ৫৬৬ জন ছাত্রছাত্রী৷ পুরোনো সিলেবাসে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭৫ জন৷ এর মধ্যে ৮৯ জন ছাত্র ও ৮৬ জন ছাত্রী৷ পুরোনো সিলেবাসে পাশের হার ৯৮.৮৬ শতাংশ৷ ছাত্রদের পাশের হার ৯৮.৮৮ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৯৮.৮৪ শতাংশ৷
বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ২৫টি কলেজের মধ্যে পার্ট ওয়ানে সবচেয়ে ভালো ফল করেছে কালিয়াগঞ্জ কলেজ
পার্ট টু পরীক্ষায় এবার নতুন সিলেবাসে পরীক্ষা দিয়েছিলেন ১৯ হাজার ৩৩৫ জন পড়ুয়া৷ এর মধ্যে ছাত্র ছিলেন ৮,৭৫৭ জন৷ ছাত্রীর সংখ্যা ছিল ১০ হাজার ৫৭৮ জন৷ নতুন সিলেবাসে পাশের হার ৮৩.০৫ শতাংশ৷ ছাত্রদের পাশের হার ৮০.৫০ শতাংশ৷ ছাত্রীদের ক্ষেত্রে সেই হার ৮৫.১৬ শতাংশ৷ ফেলের সংখ্যা ৩,২৭৮৷ পার্ট টুয়ের পুরোনো সিলেবাসে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২৩৩ জন৷ ছাত্রের সংখ্যা ৬৯৪ জন৷ ছাত্রীর সংখ্যা ৫৩৯ জন৷ পাশের হার ৮৯.৬২ শতাংশ৷ এক্ষেত্রে ফেল করেছেন মোট ১২৮ জন পড়ুয়া৷ উপাচার্য জানান, এবার দুই ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফল ভালো হয়েছে৷ নভেম্বরের মাঝামাঝি সময় পরীক্ষা শেষ হয়েছিল৷ অর্থাৎ ৪ মাসের মাথায় পরীক্ষার ফল প্রকাশ করা হল৷
বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এগজামিনেশন শ্যামাপদ মণ্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ২৫টি কলেজের মধ্যে পার্ট ওয়ানে সবচেয়ে ভালো ফল করেছে কালিয়াগঞ্জ কলেজ৷ ওই কলেজে পাশের হার ৮৪.৬৯ শতাংশ৷ সবচেয়ে খারাপ ফল হয়েছে বৈষ্ণবনগরের সাউথ মালদা কলেজের৷ সেখানে পাশের হার ৩৯.৭৫ শতাংশ৷ পার্ট টুয়ে সবচেয়ে ভালো ফল হয়েছে হরিরামপুরের দেওয়ান আবদুল গণি কলেজের৷ এই কলেজের পাশের হার ৯৩.৪৯ শতাংশ৷ পার্ট টুয়ে ফলের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর কলেজ৷ এই কলেজে পাশের হার ৬৫.৮৫ শতাংশ৷
আজই প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷ জানালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ প্রতিটি কলেজে ফলাফল ইমেইল করে জানানো হবে। আগামী সোমবার অর্থাৎ ৮ এপ্রিল থেকে ছাত্রছাত্রীরা নিজেদের কলেজ থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন৷
Commentaires