top of page

আমবাগানে উদ্ধার হওয়া মৃতদেহের হদিশ মিলল

Updated: Oct 27, 2020

অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহকে শনাক্ত করল পরিবারের লোকজন। গতকাল ওই মহিলার মৃতদেহ মানিকচকের মোহনা এলাকার একটি গ্রাম থেকে উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা মালদা-মানিকচক রাজ্য সড়কের ধারে এই মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় মানিকচক থানায়। স্থানীয় ওসি দেবব্রত চক্রবর্তী নেতৃত্বে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য দেহটি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল।




মৃত গৃহবধূর নাম সঙ্গীতা সোনি (২২)। বাড়ি ইংরেজবাজার থানার লেক গার্ডেন এলাকায়। পাঁচ মাস আগে ভাগলপুরের বাসিন্দা বিকি সোনির সঙ্গে বিয়ে হয় সঙ্গীতার। সঙ্গীতার পরিবারের অভিযোগ, দাবিমত ইএমআই-এর মাধ্যমে জামাইকে বাইক কিনে দেওয়া হয়। সেই বাইকের ইনস্টলমেন্ট জমা না দেওয়ায় জামাই ও মেয়ের মধ্যে বচসা চলছিল। গত পরশু জামাই মালদায় আসে ও মেয়েকে মেলা দেখতে নিয়ে যাওয়ার অছিলায় বাড়ি থেকে নিয়ে যায়। রাতে মেয়ে-জামাই কেউ বাড়ি ফেরেনি। পরদিন সকালে মানিকচকের মোহনায় একটি আমবাগানে মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অনুমান, জামাই মেয়েকে খুন করে মৃতদেহ ফেলে দিয়েছে।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page