top of page

আমবাগান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ

Updated: Oct 27, 2020

মানিকচকের মোহনা এলাকায় আম বাগান থেকে এদিন এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে স্থানীয় বাসিন্দারা মালদা-মানিকচক রাজ্য সড়কের ধারে এই মৃতদেহটি দেখতে পান। খবর দেওয়া হয় মানিকচক থানায়। স্থানীয় ওসি দেবব্রত চক্রবর্তী নেতৃত্বে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য দেহটি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।


Manikchak

স্থানীয় গ্রামবাসীদের মতে, মৃত মহিলা বিবাহিত এবং বয়স আনুমানিক ২২ বছর। মহিলাকে ধর্ষণ করার পর, খুন করে এই নির্জন আম বাগানে মৃতদেহ ফেলে দুষ্কৃতীরা পালিয়েছে এমন সন্দেহ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করে মানিকচক থানার পুলিশ। মৃত মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি পুলিশি তদন্ত শুরু করা হয়েছে।



প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page