একদিনে আক্রান্ত ১৪২, রাস্তায় মাস্কহীন মুখ উদ্বেগ বাড়াচ্ছে জেলার
জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা গত মঙ্গলবার চার হাজার ছাড়িয়েছিল। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৪২ জন৷ তার মধ্যে মালদা মেডিকেলে লালারস পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১২৬ জনের শরীরে৷ বাকি ১৬ জনের অ্যান্টিজেন টেস্টে করোনা ধরা পড়েছে৷
তবে এতকিছুতেও অনেক মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা দেখা যাচ্ছে না৷ সামাজিক দূরত্ববিধি দূরের কথা, অনেকের মুখে মাস্কও দেখা যাচ্ছে না৷ এই বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা ৪৪০৬। মৃত্যু হয়েছে ২৭ জনের৷ বর্তমানে জেলায় সাতশোর বেশি করোনা অ্যাকটিভ রয়েছে৷ তবে এই মুহূর্তে সংক্রমিতদের বেশিরভাগেরই বাড়িতে চিকিৎসা চলছে৷ জানা যাচ্ছে, আজ হবিবপুরের ঋষিপুর এলাকায় করোনা সংক্রমিত এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ তবে এনিয়ে স্বাস্থ্য দফতরের তরফে এখনও কিছু জানানো হয়নি৷
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
টপিকঃ #CoronaVirus
Komentar