পাচারের আগেই কচ্ছপ সহ গ্রেপ্তার উত্তরপ্রদেশের যুবক
পাচারের আগেই ৯৯টি কচ্ছপ সহ উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেপ্তার করল আরপিএফ। উদ্ধার হওয়া কচ্ছপগুলি সহ ধৃত যুবককে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরপিএফ ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৩৪৩০ আনন্দ বিহার-মালদা টাউন এক্সপ্রেসের এস-৫ কোচে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ সহ এক যুবককে দেখা যায়। সেই খবর পৌঁছয় আরপিএফে। ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেয়। তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৯৯টি কচ্ছপ। গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃত যুবকের নাম শুভম (১৮)। বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায়। উদ্ধার হওয়া কচ্ছপগুলি সহ ধৃত যুবককে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments