top of page

এল ২৯ হাজার ডোজ ভ্যাকসিন, শীঘ্রই শুরু ১৮-৪৫ টিকাকরণের কাজ

গতকাল মালদায় ২১ হাজার ডোজ কোভিশিল্ড ও ৮ হাজার ডোজ কো-ভ্যাকসিন এসে পৌঁছেছে৷ খুব তাড়াতাড়ি মালদা জেলায় ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে, জানাল মালদা জেলা স্বাস্থ্য দফতর৷


Vaccination-of-18-to-45-year-olds-will-begin-soon
জেলায় ২১ হাজার ডোজ কোভিশিল্ড ও ৮ হাজার ডোজ কো-ভ্যাকসিন এসে পৌঁছেছে

প্রথম দিকে সাধারণ মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন নেওয়ার প্রবণতা দেখা না গেলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে মৃতের সংখ্যা বাড়তে থাকায়, মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে৷ মালদা জেলাতেও গত কয়েক সপ্তাহে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে৷ এখনও পর্যন্ত প্রথম সারির করোনা যোদ্ধা ছাড়া ৪৫ বছরের বেশি মানুষদের টিকাকরণ হচ্ছে৷ খুব শীঘ্রই ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণের কাজ শুরু হবে৷




জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী চক্রবর্তী জানান, গত জানুয়ারি মাস থেকে জেলাতেও কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে৷ এখনও পর্যন্ত প্রায় ৯০ শতাংশ স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ ভ্যাকসিন পেয়েছে আরও ১ লক্ষ ৬৫ হাজার (৪৫ বছরের বেশি বয়সী) মানুষ৷ খুব দ্রুত ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে৷ গতকাল মালদা জেলায় ২১ হাজার ডোজ কোভিশিল্ড ও ৮ হাজার ডোজ কো-ভ্যাকসিন এসে পৌঁছেছে৷ এর মধ্যে ৩ হাজার ডোজ কো-ভ্যাকসিন রেলকর্মীদের জন্য বরাদ্দ রয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page