মহানন্দার জলে প্লাবিত চাঁচলের বিস্তীর্ণ এলাকা
লাগাতার মহানন্দার জলস্তর বৃদ্ধিতে প্লাবিত হয়েছে চাঁচল ১ ব্লকের আরও বেশ কয়েকটি গ্রাম। আজ ওই এলাকাগুলি পরিদর্শনে যান মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আবদুর রহিম বকসি। নৌকা করে প্লাবিত এলাকাগুলিতে অসহায় পরিবারের লোকদের সাথে কথা বলেন। পাশাপাশি দুর্গতদের হাতে ত্রিপল, শুকনো খাওয়ার বিলি করেন তিনি।
উত্তরবঙ্গ জুড়ে ভারী বর্ষণে লাগাতার মহানন্দার জলস্তর বেড়ে চলেছে। জলস্তর বৃদ্ধিতে প্লাবিত হয়েছে চাঁচল ১ ব্লকের খরবা গ্রামপঞ্চায়েতের শ্রীপতিপুর, শক্তিহার, ভবানীপুর, জিয়াগঞ্জ, উদয়পুর, ডুমরা সহ বেশ কয়েকটি এলাকা। জলবন্দি হয়েছেন বহু পরিবার। গতকাল বেশকিছু বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা। আজ ওই এলাকাগুলি পরিদর্শনে যান প্রাক্তন বিধায়ক আবদুর রহিম বকসি। তিনি বন্যা কবলিত এলাকাগুলি নৌকা করে পরিদর্শন করেন। পাশাপাশি বন্যা কবলিত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাঁদের হাতে শুকনো খাবার ও ত্রিপল তুলে দেন। পাশাপাশি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি।
[ আরও খবরঃ আমসত্ত্বর বাজারে করোনার কোপ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments