এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন গ্রাম, সড়ক অবরোধ করে বিক্ষোভ
এক সপ্তাহ ধরে এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে রয়েছে পানীয় জল সরবরাহ। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, হবিবপুরের মঙ্গলপুরা গ্রামপঞ্চায়েতের অন্তত সাত থেকে আটটি গ্রামে গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। ফলে এলাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। গরমে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বিদ্যুতের অভাবে জমিতে পাম্প চালানো যাচ্ছে না। জল না পেয়ে ফসলের ক্ষতি হচ্ছে। বিষয়টি বারবার পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে মঙ্গলপুরা এলাকার রাজ্য সড়ক অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার বিশাল পুলিশবাহিনী। অবশেষে থানার আইসির আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। তবে ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ না এলে ফের অবরোধের হুমকি দিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
[ আরও খবরঃ অনলাইনে টেলিমেডিসিন পরিসেবা চলছে মালদা মেডিকেলে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments