পাইপ ফেটে পানীয় জল থেকে বঞ্চিত কয়েকশো পরিবার, সড়ক অবরোধ
প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাস্তা তৈরির কাজ চলাকালীন পাইপ লাইন ফেটে যাওয়ায় পরিস্রুত পানীয় জল থেকে বঞ্চিত কয়েকশো পরিবার। ছয় মাস ধরে প্রশাসনকে জানিয়ে কোনও ফল না মেলায় অবশেষে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের খেমপুর গ্রামপঞ্চায়েতের কাজলদিঘী এলাকায়।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, কাজলদীঘি ও মেঘডুমরা দুটি গ্রামের মানুষ দীর্ঘ ছয় মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে। প্রধান মন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তায় কাজের সময় পিএইচই'র পাইপ লাইন ফেটে গিয়েছে। ফলে আশেপাশের গ্রামগুলিতে পরিস্রুত পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। বাধ্য হয়েই তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয় চাঁচল থানার পুলিশ।
খেমপুর গ্রামপঞ্চায়েত প্রধান শম্পারানী মণ্ডল সিনহা জানান, গ্রামবাসীদের সমস্যার কথা শুনেছি। দ্রুত সমাধানের জন্য ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।
চাঁচল-২ ব্লকের বিডিও দেবজ্যোতি রায় জানান, পিএইচইকে পুরো বিষয়টি জানানো হয়েছে। খুব শীঘ্রই ওই এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários