মালদা সফরে রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা
শুক্রবার মালদা সফরে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা৷ এদিন তিনি মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন৷ বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, দুই বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ও দীপালি রায়, সভাধিপতি সরলা মুর্মু, সহকারী সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল ও মোয়াজ্জেম হোসেন৷ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মালদা জেলার জন্য যে সমস্ত কাজ শুরু করেছে, সেই কাজ পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ করতে হবে৷ এমনই নির্দেশ দিয়ে গেলেন রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা৷
উল্লেখ্য, গত ৫ জুলাই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মালদায় এসে কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে যান৷ তাঁর ফিরে যাওয়ার দুদিনের মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর সফর তাৎপর্যপূর্ণ৷ মন্ত্রী এদিন বলেন, মালদায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ১০০ কোটি টাকায় ৪৬টি কাজ চলছে৷ সেই সব কাজ দ্রুত শেষ করতে হবে৷ বহু জায়গায় এখনও রাস্তা নেই৷ সেতু নেই৷ নৌকার উপর নির্ভর করতে হয় মানুষকে৷ এই জেলা থেকে একাধিক রাস্তা, সেতুর প্রস্তাব গিয়েছিল ৷ বেশিরভাগ প্রকল্পই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে অনুমোদন করা হয়েছে৷ কিন্তু জনমুখী প্রকল্পগুলি দ্রুততার সঙ্গে শেষ করতে হবে৷ গাজোলে ৪ কোটি টাকা দিয়ে একটি সেতু তৈরি হচ্ছে৷ ৫ কোটি টাকায় পুরাতন মালদার নারায়ণপুরে একটি লরি রাখার টার্মিনাস তৈরি হচ্ছে৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই কাজগুলি সেরে ফেলতে হবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios