Search
জল নেই ১০ দিন, রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 12, 2019
- 1 min read
Updated: Aug 17, 2020
ফের পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার গাজোল-বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত আট-দশ দিন ধরে এলাকায় পানীয় জল সরবরাহ হচ্ছে না। নেই বিদ্যুৎ পরিসেবাও। এই অবস্থায় পানীয় জলের জন্য ভরসা একমাত্র পুকুরের নোংরা জল। পঞ্চায়েত সহ বিডিও অফিসে একাধিকবার অভিযোগ জানিয়ে কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে আজ পথ অবরোধ করেছেন তাঁরা। তাঁদের আরও অভিযোগ, ভোট আসতেই নেতানেত্রীরা প্রতিশ্রুতি দিতে থাকেন, ভোট পেরোতেই আর দেখা মেলে না নেতানেত্রীদের। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন পথ অবরোধ চলতে থাকবে বলেও জানান ক্ষুব্ধ গ্রামবাসীরা।
Comments