জমা জলে ডেঙ্গুর আতঙ্ক, ইংরেজবাজার পুরসভায় সিপিএমের অবস্থান
গত এক মাস ধরে জলমগ্ন ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জমা জল এবং ড্রেনের উপচে পড়া আবর্জনা ঠেলে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। জমা জল থেকে ছড়াচ্ছে ডেঙ্গুর আতঙ্ক। ইতিমধ্যে পোকা-মাকড়ের পাশাপাশি মশার উপদ্রব বাড়তে শুরু করেছে এলাকায়। অথচ কোনও হেলদোল নেই ইংরেজবাজার পুরকর্তৃপক্ষের। এরই প্রতিবাদে মঙ্গলবার তিন নম্বর ওয়ার্ড বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করে ও পুর প্রশাসকের হাতে ডেপুটেশন কপি তুলে দেয়।
সিপিআইএম নেতা কৌশিক মিশ্র জানান, করোনা আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। এই পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস ধরে ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। ওই এলাকা ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে। অথচ পুরসভা জল নিষ্কাশন করে সাধারণ মানুষকে পরিসেবা দিতে পারছে না। তারই প্রতিবাদে আজ তাঁদের এই কর্মসূচি।
[ আরও খবরঃ রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে বিতর্ক মালদা শহরে ]
ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ জানান, ইতিমধ্যে জল নিষ্কাশনের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অতিশীঘ্র সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন নীহারবাবু।
댓글