কেন্দ্রের আইন লাগু নয় রাজ্যে, শুরু তিনদিনের ট্রাক ধর্মঘট
পণ্য পরিবহনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের লাগু করা আইন রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে না৷ ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে রাজ্যের লরি মালিকদের৷ এরই প্রতিবাদে আজ থেকে তিনদিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন। আজ সকাল থেকেই জাতীয় সড়কের বাইপাসে দেখা গেছে ট্রাকের লম্বা লাইন। অবশ্য এই ধর্মঘটে অসুবিধার কথা ভেবে নারায়ণপুরে বাইপাসের মুখে ড্রাইভারদের জন্য একটি সহায়তা ক্যাম্প খোলা হয়েছে।
সংগঠনের পক্ষে সৌম্যপ্রসাদ বোস বলেন, দু’বছর আগে ভেহিক্যাল আইনের কিছু পরিবর্তন আনে কেন্দ্রীয় সরকার। সেই আইনে বলা হয় ভারতবর্ষের সমস্ত ট্রাকের পণ্য লোডিং-এর ক্ষমতা ২৫ শতাংশ বাড়ানো হল। দেশের সমস্ত রাজ্যে লরিতে পণ্য লোডিং-এর ক্ষমতা বৃদ্ধি করা হলেও পশ্চিমবঙ্গ সরকার এখনও সেই আইন লাগু করেনি। বহুবার চিঠি দেওয়া হলেও কোনও ফল মেলেনি। এই রাজ্যের রাস্তার ওপর দিয়েই অন্য রাজ্যের গাড়ি ২৫ শতাংশ মাল বেশি নিয়ে চলে যাচ্ছে। এতে এই রাজ্যের লরির মালিকদের অনেক ক্ষতি হচ্ছে। তাই বাধ্য হয়েই আজ থেকে এই ধর্মঘট শুরু হয়েছে৷ ইতিমধ্যে এখানে প্রায় তিন হাজার লরিকে আটকে দেওয়া হয়েছে৷ তবে লরিচালকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ ৪০ টাকায় যাতে তারা খেতে পারে, তার ব্যবস্থাও করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments