top of page

LIVE মাধ্যমিক ২০২০ ফলপ্রকাশ: মালদার স্কুলগুলির রেজাল্ট জানুন

Updated: Jul 17, 2020

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। রেজাল্ট জানা যাবে wbresults.nic.in ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও জানা যাবে এই রেজাল্ট। মেসেজ করে রেজাল্ট জানতে লিখুন WB10 এরপর স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে।


গত ১৮ ফেব্রুয়ারি থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৯০৩। গত বছরের মতো এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। মালদা জেলায় ১৯টি মূল পরীক্ষাকেন্দ্র এবং ১০৬টি সহকারী পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল৷ এবছর ফলপ্রকাশের দিন মিলবে না মার্কশিট। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শুধু ওয়েবসাইটে বা এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট।


Madhyamik Result 2020

জেলায় সর্বোচ্চ নম্বর

  • সোহম তামাং, মালদা জেলা স্কুল - প্রাপ্ত নম্বর ৬৮৬ (সপ্তম)

  • নাজনিন আজাদ, বামনগ্রাম এইচএমএএম হাইস্কুল - প্রাপ্ত নম্বর ৬৮৫ (অষ্টম)

  • মোহম্মদ তাহিনুজ্জুমান, সিহোল হাইস্কুল - প্রাপ্ত নম্বর ৬৮৫ (অষ্টম)

  • অঙ্কিতা মণ্ডল, বার্লো গার্লস হাইস্কুল - প্রাপ্ত নম্বর ৬৮৪ (নবম)

  • আয়ান শেঠ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির - প্রাপ্ত নম্বর ৬৮৩ (দশম)

  • দেবাঞ্জন দে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির - প্রাপ্ত নম্বর ৬৮৩ (দশম)

  • সায়ন কর্মকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির - প্রাপ্ত নম্বর ৬৮৩ (দশম)


জেলার স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার ফলাফল



মালদা জেলা স্কুল




বার্লো গার্লস হাইস্কুল




রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির


এই স্কুলের মোট ১০৯ জন ছাত্র এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। এরমধ্যে ৬৯ জন পরীক্ষার্থী ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। বিবেকানন্দ স্কুলের ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় ৮৯.১২ শতাংশ। উল্লেখযোগ্য, এই স্কুলের ৬২ জন ছাত্র অঙ্কে ১০০ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছে।




টপিকঃ #মাধ্যমিক, #Result

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page