top of page

উচ্চমাধ্যমিক ২০২০: মালদার স্কুলগুলির রেজাল্ট জানুন

Updated: Jul 19, 2020

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, শুক্রবার বিকেল চারটে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। রেজাল্ট জানা যাবে wbresults.nic.in, exametc.com ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও জানা যাবে এই রেজাল্ট। মেসেজ করে রেজাল্ট জানতে লিখুন WB12 এরপর স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৬২৬৩ নম্বরে।


West Bengal HS Result

অন্য বছরের তুলনায় চলতি বছরের উচ্চমাধ্যমিকের যথেষ্ট তফাত রয়েছে। গত ১২ মার্চ এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ২১ তারিখ পর্যন্ত চলে পরীক্ষা। এরপর করোনাভাইরাসের আতঙ্কে শেষের তিনটে পরীক্ষা বাতিল করে দেয় রাজ্য সরকার। তাই এবছর মেধাতালিকা প্রকাশিত হবে না, জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৭৩৮। মাধ্যমিক পরীক্ষার মত উচ্চমাধ্যমিকেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। এই পরীক্ষায় মালদা জেলায় ১৬টি মূল পরীক্ষাকেন্দ্র এবং ৯৫টি সহকারী পরীক্ষাকেন্দ্র করা হয়েছিল৷


রাজ্যে সম্ভাব্য প্রথম দশে মালদার দশজন

  • নবারুন সরকার, অক্রূরমণি করোনেশন ইন্সটিটিউশন, প্রাপ্ত নম্বর ৪৯৬ (চতুর্থ)

  • প্রাণগোবিন্দ মণ্ডল, পোপড়া ঈশ্বরলাল হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৪৯৫ (পঞ্চম)

  • নারায়ণ সরকার, অক্রূরমণি করোনেশন ইন্সটিটিউশন, প্রাপ্ত নম্বর ৪৯৫ (পঞ্চম)

  • স্নেহা সাটিয়ার, বার্লো গার্লস হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৪৯৪ (ষষ্ঠ)

  • ধৃতরাষ্ট্র মণ্ডল, মানিকচক শিক্ষা নিকেতন, প্রাপ্ত নম্বর ৪৯৩ (সপ্তম)

  • রোকেয়া খাতুন, আড়াপুর টিএজি গার্লস হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৪৯৩ (সপ্তম)

  • অজিত সরকার, মশালদীঘি এসবি বিদ্যাপীঠ, প্রাপ্ত নম্বর ৪৯৩ (সপ্তম)

  • অরিন্দম বর্মন, অক্রূরমণি করোনেশন ইন্সটিটিউশন, প্রাপ্ত নম্বর ৪৯৩ (সপ্তম)

  • অরিত্র সরকার, অক্রূরমণি করোনেশন ইন্সটিটিউশন, প্রাপ্ত নম্বর ৪৯২ (অষ্টম)

  • বর্নিক মণ্ডল, অক্রূরমণি করোনেশন ইন্সটিটিউশন, প্রাপ্ত নম্বর ৪৯২ (অষ্টম)





আগামী ৩১ জুলাই দুপুরে মার্কশিট বিতরণ করা হবে। তবে পড়ুয়ারা ওয়েবসাইট থেকেও মার্কশিট ডাউনলোড করতে পারবেন। স্ক্রুটিনির আবেদনের জন্য ৫০ টাকা ও রিভিউয়ের জন্য ৭৫ টাকা দিতে হবে। এই আবেদন অনলাইনেও করা যাবে। স্ক্রুটিনি এবং রিভিওএর আবেদন করার শেষ তারিখ ৩১ অগস্ট।


অন্যান্য পরীক্ষার ফলাফল



টপিকঃ #উচ্চমাধ্যমিক, #Result

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page