top of page

মেয়াদ শেষ হচ্ছে ইংরেজবাজার পুরবোর্ডের, প্রশাসক কমিটির প্রধান নীহাররঞ্জন

হিসাবমতো ২৫ মে শেষ হচ্ছে জেলার দুই পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ৷


কিন্তু ২৫ মে, অর্থাৎ সোমবার ইদের ছুটি৷ বন্ধ থাকবে পুরসভাও৷ অর্থাৎ সরকারি হিসাব অনুযায়ী আজই কার্যত শেষ বর্তমান পুরবোর্ডের অধীনে পুরসভার কাজকর্ম৷ এদিকে আজই পুরসভার কাউন্সিলর হিসাবে ২৫ বছর পূর্তি হচ্ছে ভাইস চেয়ারম্যান দুলাল সরকারের৷ এই দুই ইশ্যুতে আজ দুপুরে পুরসভার কনফারেন্স হলে বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মিলিত হন চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ ও ভাইস চেয়ারম্যান দুলাল সরকার৷ উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অম্লান ভাদুড়ি সহ আরও অনেকে৷


West Bengal govt posted Niharranjan Ghosh as administrator of English Bazar municipality
পুরসভার কাউন্সিলর হিসাবে ২৫ বছর পূর্ণ করলেন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার

নীহারবাবু বলেন, আগামী ২৬ মে থেকে পুরসভায় প্রশাসক বোর্ড কাজ শুরু করবে৷ সেই বোর্ডের চেয়ারম্যান আমাকে করা হয়েছে৷ বাকি সদস্যরা হলেন দুলাল সরকার, অম্লান ভাদুড়ি, চৈতালি ঘোষ, আশিস কুণ্ডু ও সুমালা আগরওয়ালা৷ আগামী ২৫ মে নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে৷ কিন্তু আগামীকাল থেকে ২৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷ তাই আজ আমরা পুরসভার সমস্ত কর্মীদের গত পাঁচ বছর ধরে পুরবোর্ডকে সবরকম সাহায্য ও মানুষের কাজ করে যাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছি৷ কর্মীদের সহায়তা না পেলে আমরা এই পুরসভাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না৷ হয়তো আমরা সব কাজ সঠিকভাবে করতে পারিনি৷ সেটা আমাদের ব্যর্থতা৷ কর্মীদের নয়৷ তাঁরা বিপদের সময়েও যেভাবে আমাদের সহযোগিতা করে গিয়েছে তা কখনও ভোলার নয়৷ করোনা প্রাদুর্ভাবের মধ্যেও তাঁরা মানুষের পাশে থেকে কাজ করেছেন৷ তাঁদের জন্য আমরা গর্বিত৷





নীহারবাবু আরও বলেন, আজ এই পুরসভার কাউন্সিলর হিসাবে ২৫ বছর পূর্ণ করলেন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার৷ পুরকর্মীদের তরফে আজ তাঁকে অভিনন্দন জানানো হয়েছে৷ আমরাও দুলালবাবুকে অভিনন্দন জানাচ্ছি৷ একজনের পক্ষে এতদিন নিরবিচ্ছিন্নভাবে কাউন্সিলর থাকা খুব সহজ কাজ নয়৷ এতেই প্রমাণিত, মানুষের কাছে দুলালবাবুর গ্রহণযোগ্যতাটা ঠিক কোথায়৷ আমরা আশা করব, আগামীতেও তিনি কাউন্সিলর হিসাবে মানুষের কাজ করে যাবেন৷



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page