গলা কেটে স্ত্রীকে খুন, পলাতক স্বামী
পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকের উগরিটোলা গ্রামে।
মৃত মহিলার নাম চন্দনা রায় (৪০)। পরিবার সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণ নিয়ে স্বামী ঝন্টু রায়ের সঙ্গে মাঝেমধ্যেই চন্দনাদেবীর গণ্ডগোল লেগে থাকত। গতকাল রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়। তখনই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করে ঝন্টু বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ছেড়ে বাড়ি থেকে পালায় ঝন্টু। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা মহিলাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মেয়ে জয়শ্রী রায় জানান, বাবা-মায়ের প্রতিনিয়ত ঝামেলা লেগে থাকত। কিন্তু বাবা এমন কাণ্ড করবে তা বুঝতেও পারেনি।
[ আরও খবরঃ জালনোট ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare