top of page

স্বামীকে খুনের অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

  • Dec 23, 2019
  • 1 min read

স্বামীকে খুনের অভিযোগ উঠল দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি হালুয়াপাড়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় স্ত্রী গন্ধা দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।



মৃত স্বামীর নাম বিফল মণ্ডল (৪৮)। জানা গেছে, ১০ মাস আগে বিফলবাবু তাঁর প্রথম পক্ষের স্ত্রীকে ত্যাগ করে পলাশবাড়ি এলাকার মুড়ি বিক্রেতা গন্ধা দত্তকে বিয়ে করেন। গতকাল বিকেলে মুড়ি বিক্রি করে বাড়ি ফিরে গন্ধা। এরপরই পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় বাঁশ দিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করে গন্ধা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বিফলবাবু। বিষয়টি জানাজানি হতেই পাড়া প্রতিবেশীরা ছুটে এসে বিফলবাবুকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।


হবিবপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page