top of page

পরপর শিশুকন্যা জন্ম দেওয়ায় ‘খুন’ গৃহবধূ

পরপর কন্যাসন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ চাঁচলে। মৃত গৃহবধূর স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ না উঠলেও অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।


woman-allegedly-killed-in-chanchal-after-giving-girl-child-birth
গতকাল রাতে প্রতিমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়

মৃত গৃহবধূর নাম প্রতিমা থোকদার (২৬)। বাড়ি চাঁচলের দারিয়াপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে চণ্ডীপুর গ্রামের বাসিন্দা মনোজ থোকদারের সঙ্গে বিয়ে হয় প্রতিমার। অভিযোগ, পরপর দুটি কন্যাসন্তান জন্ম দেওয়ার পর থেকেই প্রতিমার উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। এনিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভা বসে। গতকাল রাতে প্রতিমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।



মৃত গৃহবধূর মা অর্চনা কর্মকার জানান, মেয়ের স্বামীর সঙ্গে কোনও অশান্তি ছিল না। তবে শ্বশুর, শাশুড়ি আর ননদ মেয়েকে সহ্য করতে পারত না। দুটো কন্যাসন্তান জন্ম দেওয়ার পর থেকেই মেয়ের ওপর ওরা অত্যাচার চালাতে শুরু করে। মেয়েকে ওর শ্বশুর, শাশুড়ি আর ননদ গলায় ফাঁস লাগিয়ে খুন করেছে। পুলিশে লিখিত অভিযোগ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page