আড়াই কোটির মাদক সহ ট্রেন থেকে গ্রেপ্তার মহিলা
প্রায় আড়াই কোটি টাকার ব্রাউন শুগার সহ এক মহিলাকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। ধৃতকে আগামীকাল মালদা জেলা আদালতে পেশ করা হবে।
ধৃত মহিলার নাম সামিনা খাতুন। বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায়। আইসি জিআরপি প্রশান্ত রায় জানান, কলকাতা এসটিএফ সূত্রে আমাদের কাছে খবর আসে ডাউন কামাখ্যা পুরী এক্সপ্রেসে মাদক পাচার হচ্ছে। সেই সূত্রের ভিত্তিতে ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আমরা তল্লাশি চালিয়ে এক মহিলার হেপাজত থেকে ৫৯৪ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার করি। মহিলার হ্যান্ড ব্যাগ থেকে উদ্ধার হওয়া ব্রাউন শুগারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কামাখ্যা থেকে নিউ ফরাক্কায় যাওয়ার কথা ছিল ধৃত মহিলার। তবে ওই মহিলা মালদা টাউন স্টেশনে নামার চেষ্টা করেছিল।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments