top of page

গোয়াল ঘরে শেয়ালের হামলা, জখম দুই

শেয়ালের হামলায় আহত এক মহিলা সহ দুই জন। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায়।


আহতদের নাম রাজিম শেখ ও আরমিনা বিবি। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে রাজিমের গোয়াল ঘরে শেয়াল ঢুকে যায়। শেয়ালের হামলায় গুরুতর ভাবে জখম হন দু’জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।


woman-were-injured-in-jackal-attack-in-English-Bazar
ভোররাতে গোয়াল ঘরে শেয়াল ঢুকে যায়



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page