top of page

সাড়ে আট বছর পর ঘরে ফিরলেন প্রৌঢ়, স্বাগত জানালেন গ্রামবাসীরাও

সাড়ে আট বছর পর ঘরে ফিরলেন বামনগোলার প্রৌঢ় বীরেন রায়। মঙ্গলবার তাঁকে স্বাগত জানাতে মালদা কোর্ট স্টেশনে গিয়েছিলেন পরিবার সহ গ্রামের মানুষও। বীরেনবাবুর বাড়ি ফিরে আসার পেছনে যথেষ্ট অবদান রয়েছে জেলা পরিষদের সদস্য তারাশংকর রায়ের।


বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তিতপুর বাগানপাড়ার বাসিন্দা বীরেন রায়। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে উত্তর প্রদেশের কানপুর সংলগ্ন দেওরিয়ায় কাজের সন্ধানে গিয়েছিলেন বীরেনবাবু। কাজে যোগ দেওয়ার কিছুদিন পরেই একটি খুনের ঘটনায় তাঁর নাম জড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশ বীরেনবাবুকে গ্রেপ্তার করে। পরে তাঁর ঠিকানা হয় জেলে। দীর্ঘদিন ধরে বীরেনবাবুর খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ভেবেছিলেন তাঁর মৃত্যু হয়েছে। অবশেষে ওই এলাকার এক বিজেপি কর্মী জানতে পারেন, একটি খুনের মামলায় বীরেনবাবু জেলে রয়েছেন। সেই খবর পৌঁছয় হবিবপুরের জেলা পরিষদের সদস্য তারাশংকর রায়ের কাছে। বীরেনবাবুকে বাড়িতে ফিরিয়ে আনতে চেষ্টা শুরু করেন তাঁরা। দীর্ঘ ১০ মাস আইনি লড়াইয়ের পর জেল থেকে মুক্তি পান বীরেনবাবু৷


আজ মালদায় পৌঁছে বীরেনবাবু জানান, এতদিন দেওরিয়া জেলে ছিলাম৷ বাড়ির কেউ তা জানত না৷ আমার খোঁজ নেওয়ারও কেউ ছিল না৷ মিথ্যে মামলায় আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল৷ আমাকে পরিবারে ফিরিয়ে দিতে যিনি এই কাজ করেছেন, ঈশ্বর তাঁকে দীর্ঘজীবী করুন৷



তারাশংকর জানান, ২০১৬ সাল থেকে বীরেনবাবু জেলে ছিলেন৷ লোকসভা ভোটের আগে বীরেনবাবুর খবর আমাদের কাছে আসে। বিষয়টি নিয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্তর সঙ্গে যোগাযোগ করি৷ তিনি দেওরিয়ার জেলা সভাপতি ভূপেন্দ্র সিংকে একটি চিঠি পাঠান। পরে আমরা ভূপেন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি সেখানকার উকিল ও দলের নেতৃত্বকে বিষয়টি জানান৷ তাঁদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বীরেনবাবুকে জেল থেকে ফিরিয়ে আনা গিয়েছে।


বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত জানান, পশ্চিমবঙ্গে কোনও কাজ না থাকায় মালদার প্রচুর মানুষ ভিনরাজ্যে কাজ করতে যান। বীরেনবাবুও কাজের সন্ধানে উত্তর প্রদেশে গিয়েছিলেন। সেখানে তাঁকে খুনের মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়। বীরেনবাবুর পরিবারের লোকজন বিষয়টি জানতেন না। অবশেষে তাঁর খোঁজ পাওয়া যায়। প্রায় এক বছর আইনি লড়াই করে শেষ পর্যন্ত বীরেনবাবুকে ফিরিয়ে আনা গিয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page