top of page

মালদায় গর্ভবতীদের ২৪ শতাংশ কিশোরী, উদবিগ্ন প্রশাসন

কিশোরী অবস্থায় মাতৃত্ব রুখতে কর্মশালা আয়োজিত হল মালদায়। আজ দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই কর্মশালা আয়োজিত হয়।


এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র ,অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক, ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী চক্রবর্তী, রামপুরহাট মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ তুলিকা ঝা সহ অন্যান্যরা।



জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানান, মালদা জেলায় কিশোরী অবস্থায় গর্ভবতী হওয়ার সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক ও হতাশাজনক। বর্তমানে গর্ভবতী মহিলাদের ২৪ শতাংশ কিশোরী। স্বাস্থ্য দফতরের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্কুল শিক্ষা, অঙ্গনওয়াড়ি দফতর নিয়ে এই সংখ্যা কমানোর চেষ্টায় এই কর্মশালা করা হয়েছে। ব্লক অনুযায়ী টিম তৈরি করে স্কুলের বাচ্চাদের সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page