বিশ্বনাট্য দিবস: মালদায় থিয়েটার যাপন
মালদা শহর ও শহর সংলগ্ন সমস্ত নাট্যদল একসাথে যাপন করতে চলেছে বিশ্বনাট্য দিবস (#WorldTheatreDay)। আহ্বায়ক তরুণ নাট্যদল মালদা আগামী’র ডাকে সাড়া দিয়ে যেমন এগিয়ে এসেছে মালদা শহরের সবচেয়ে পুরোনো দলগুলি যেমন মালদা মালঞ্চ, ড্রামাটিক ক্লাব থিয়েটার প্ল্যাটফর্ম, ফিনিক্স, সমবেত প্রয়াস, অন্তরঙ্গ, এর সাথে শিশু কিশোরদের নিয়ে তৈরি নাট্যদল অঙ্কুরোদগম, তরুণ একঝাঁক ছেলেমেয়েদের নিয়ে তৈরি অন্যরঙ্গ, নাট্যসেনা, তেমন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি ড্রামাক্লাব, শহর সংলগ্ন মহাদেবপুর আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি এবং গাজোল বিষাণ।
২৭ শে মার্চ, বিকেল ৫টা থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে ৮টি অণুনাটক অভিনীত হবে
২৭ শে মার্চ, সকাল সাড়ে ৭টায় মালদা শহর ও সংলগ্ন সমস্ত নাট্যপ্রেমী মানুষদের সাথে নিয়ে পদযাত্রা হবে পোস্ট অফিস মোড় থেকে এবং বিকেল ৫টা থেকে দুর্গাকিংকর সদনে (#MaldaCollegeAuditorium) মোট ৮টি অণুনাটক অভিনীত হবে।
সমস্ত নাট্যদলগুলি একত্রিতভাবে একটি থিয়েটার কমিউনিটি গঠনের মাধ্যমে এই বিশেষ দিন যাপন করতে চলেছে যার মূল উদ্দেশ্য থিয়েটার ও থিয়েটারের মাধ্যমে শিক্ষা সচেতনতা ও সংস্কৃতির প্রসার। এই সৌভ্রাতৃত্বের মধ্য দিয়ে মালদা শহর ও জেলা একটি সুষ্ঠু সংস্কৃতিমনস্ক সচেতনতায় উত্তরোত্তর উত্তরণে পৌঁছবে এই আশা করে সমস্ত থিয়েটার শিল্পী।
প্রসঙ্গত উল্লেখ্য সেদিন সদনের প্রবেশ কোনো অর্থনৈতিক মূল্য দিয়ে নিয়ন্ত্রিত নয়। মানুষের জন্য মানুষের ভাষায় ভালোবাসার রঙে মানুষের থিয়েটার।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
যে নাটকগুলি সেইদিন মঞ্চস্থ হবে
ব্যালান্স - মালদা মালঞ্চ, পরিচালক পরিমল ত্রিবেদী
অন্নপূর্ণার সংসার - মালদা অন্যরঙ্গ, পরিচালক রণজিৎ দেবভূতি
যদি হতেম বেদুইন - মালদা অন্ঙ্গ, পরিচালক সৌমেন ভৌমিক
লাশ - মহাদেবপুর আর্ট অ্যান্ড কালচারাল, পরিচালক গোপাল ছেত্রি
দিশা - মালদা অঙ্কুরোদগম, পরিচালক সৃজন সরকার
সন্ত্রাস সপ্তক - ড্রামা ক্লাব অব ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ, পরিচালক সমীপেন্দ্র ব্যানার্জি
টোবা টেক সিং - মালদা নাট্যসেনা, পরিচালক কেদার মেহেদি দীপঙ্কর
অ্যামিবা, একটি মনুষ্যকৃত যাপন - মালদা আগামী, পরিচালক জয়ন্ত ক বিশ্বাস
Comments