বৈষ্ণবনগরে মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বৈষ্ণবনগরে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ৷

জানা গিয়েছে, বৈষ্ণবনগরের চক বাহাদুরপুর গ্রামের বাসিন্দারা বুধবার ক্ষতবিক্ষত অবস্থায় এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বৈষ্ণবনগর (#Baishnabnagar) থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠায় বৈষ্ণবনগর থানার পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত মহিলাকে শনাক্ত করা যায়নি। মৃত মহিলার বয়স আনুমানিক ৩০ বছর। মহিলার শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে৷
Opmerkingen