top of page

রাজ্য সরকারের উদ্যোগে জেলা সংশোধনাগারে যোগব্যায়াম শিবির

রাজ্যের প্রতিটি সংশোধনাগারে আবাসিকদের সার্বিক উন্নয়নে যোগব্যায়াম, স্বাস্থ্য পরীক্ষা ও আইনি সহায়তা শিবির ৫ মে থেকে শুরু করে ৬ জুন পর্যন্ত চলছে। আজ মালদা জেলা সংশোধনাগারে সেই কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিআইজি বহরমপুর গৌতম মণ্ডল, মালদা জেলা সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট বিশ্বরূপ বিশ্বাস সহ সংশোধনাগারের আধিকারিকরা।


গৌতম মণ্ডল বলেন, রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের সমস্ত সংশোধনাগারে যোগব্যায়াম, আইনি সহায়তা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হচ্ছে। মালদা জেলা সংশোধনাগারে আজ সেই কর্মসূচি পালিত হয়েছে। পশ্চিমবঙ্গের সংশোধনাগারের পরিকাঠামোগুলি পর্যাপ্ত নয়। মালদা জেলা সংশোধনাগার ৬,৮১,৪৫৫ একর জমির উপর গড়ে উঠেছে। এই সংশোধনাগারে ২৪৮ জন পুরুষ ও ২৪ জন মহিলা থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু এখন প্রায় ৯৭৮ জন কয়েদি এই সংশোধনাগারে থাকছে। মালদা জেলার সংশোধনাগারের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজ শেষ হলে সংশোধনাগারে প্রায় ৯০০ জন কয়েদি থাকতে পারবে। করোনার সময় থেকে এই সংশোধনাগারে মহিলা কয়েদিদের রাখা হচ্ছে না। মহিলা কয়েদিদের সবাইকে বালুরঘাট সংশোধনাগারে রাখা হচ্ছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page