করোনা আতঙ্কের মধ্যেও শিশু ধর্ষণের অভিযোগ, গাজোলে নিন্দার ঝড়
করোনা আবহের মধ্যেই শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল গাজোলে। ঘটনাটি ঘটেছে গাজোল-২ নম্বর অঞ্চলের খোদ মালঞ্চা এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর নিন্দা ও ক্ষোভ জানিয়েছে গ্রামবাসীরা।
নির্যাতিতা শিশুকন্যার মা জানান, বাড়ি থেকে তাঁর আট বছরের মেয়েকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত শৈলেন সরেন। পাটের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে যুবক। মেয়েকে রক্তাক্ত অবস্থায় পাটের জমিতে পড়ে থাকতে দেখি। সেসময় জ্ঞানহীন অবস্থায় পরেছিল মেয়ে। এরপর চিকিৎসা করিয়ে থানায় যাই। সমস্ত ঘটনা জানিয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই যুবকের কঠোরতম শাস্তির দাবি করেছেন পরিবারের লোকজন।
এদিকে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
Comments