top of page

কানে হেডফোন গুঁজে মর্নিং ওয়াক! ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

কানে হেডফোন গুঁজে মর্নিং ওয়াকে বেড়িয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু কলেজ ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাজোলের কদুবাড়ি এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে রেল পুলিশ।


মৃত যুবকের নাম রঞ্জন বিশ্বাস৷ বয়স ২১ বছর৷ বাড়ি গাজোলের আকন্দা গ্রামে৷ রঞ্জন গাজোল কলেজের ছাত্র ছিলেন৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকালেই হাঁটতে যেতেন তিনি৷ আজ সকালে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে গ্রামের ধার দিয়ে যাওয়া রেল লাইন ধরে হাঁটছিলেন৷ আজ সকাল থেকে গোটা জেলা জুড়ে ঘন কুয়াশা ছিল। সামান্য দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছিল না। কানে হেডফোন থাকায় ট্রেনের আওয়াজও বুঝতে পারেননি রঞ্জন। রঞ্জনকে পেছন থেকে ধাক্কা মারে শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস৷ লাইন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রঞ্জন৷ খানিক সময় পরে স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারে রঞ্জনের দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় রেল পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে রেল পুলিশ৷



রঞ্জনের এক বন্ধু সুজিত বিশ্বাস জানান, রঞ্জন হেডফোন কানে গুঁজে রেল লাইন ধরে মর্নিং ওয়াক করছিল৷ ট্রেন যে পিছনে আসছে বুঝতে পারেনি৷ সকাল ৬টা নাগাদ পেছন থেকে একটি ট্রেন রঞ্জনকে ধাক্কা মারে। পুলিশ ঘটনাস্থল থেকে ওর দেহ উদ্ধার করেছে৷ রঞ্জন গাজোল কলেজে পড়ার পাশাপাশি একটি মিষ্টির দোকানেও কাজ করত৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page