Search
ওভারটেক করতে গিয়ে মৃত্যু যুবকের, আশঙ্কাজনক আরও এক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 22, 2020
- 1 min read
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আরও এক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার কালুয়াদিঘি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে।
মৃত যুবকের নাম ইব্রাহিম শেখ (৩৮)। বাড়ি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শক্তি পোর্ট থানার পাড়া গ্রামে। আহত যুবকের নাম আকাশ শেখ। জানা গিয়েছে, আজ দুপুরে কাজ করে বাড়ি ফিরছিল দু'জনে। জাতীয় সড়কে একটি গ্যাস বোঝাই লরিকে ওভারটেক করতে গিয়ে চাপা পড়ে দু'জনে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসে। চিকিৎসকরা ইব্রাহিমকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আকাশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ সবজি বিক্রেতা খুন, তদন্তে পুলিশ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios