top of page

যুবককে কুপিয়ে খুন, রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের

যুবককে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পুরাতন মালদায়। দোষীদের গ্রেফতারির দাবিতে রাজ্য সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। ঘটনার তদন্তে রহস্যের গন্ধ পাচ্ছেন তদন্তকারী অফিসাররা।


মৃত যুবকের নাম তাপস দাস (৩০)৷ বাড়ি সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাপস সুদের ব্যবসা করতেন৷ পুলিশের সঙ্গেও তাঁর বেশ ভালো যোগাযোগ ছিল৷ আজ সকালে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে তাপসের ক্ষতবিক্ষত দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান ধারালো অস্ত্র দিয়ে তাপসকে কুপিয়ে খুন করা হয়েছে। সেই খবর এলাকায় চাউর হতেই ক্ষিপ্ত বাসিন্দারা দোষীদের শাস্তির দাবিতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন।



তাপসের মা সুধা দাস জানান, হোলির কিছুদিন আগে পাড়ারই কয়েকজন ভাগ্নেকে ছুরি মেরেছিল৷ সেই সময় তাপস ঘটনার প্রতিবাদ করে৷ এলাকার কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়৷ এর জন্য ওরা তাপসকে দায়ী করে৷ আমার ধারণা ওরাই আমার ছেলেকে খুন করেছে৷ আমি ওদের শাস্তি চাই৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page