ইংরেজবাজারে গুলিবিদ্ধ যুবক, তদন্তে পুলিশ
ইংরেজবাজারের নঘরিয়া এলাকায় গুলিবিদ্ধ যুবক। গুলিবিদ্ধ যুবক বর্তমানে মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
গুলিবিদ্ধ যুবকের নাম মণিরুল খান (২৭)। বাড়ি ইংরেজবাজারের নঘরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় বাসিন্দা রকি শেখ মণিরুলের বাড়িতে যায়। হঠাৎ গুলির শব্দ শুনতে পান পরিবারের লোকজন। ছুটে এসে দেখেন, মণিরুল রক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। সেই সময় মোটরবাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রকি। তড়িঘড়ি পরিবারের লোকজন মণিরুলকে উদ্ধার করে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, মণিরুলের নাকে গুলি লেগেছে। নাক থেকে গুলি বের করতে অস্ত্রপচারের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে রকি পলাতক। এই ঘটনায় রকির ভাই লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
[ আরও খবরঃ সরকারি বাসে ধাক্কা লরির, আহত ১৫ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments