top of page

ছাত্রীকে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা যুবকের, আতঙ্ক বিশ্ববিদ্যালয়ে

এক ছাত্রীর গলায় ছুরির কোপ মেরে ওই ছুরি দিয়েই আত্মহত্যার চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের অনুমান, প্রেমঘটিত কারণেই এই ঘটনা ঘটেছে। আক্রান্ত ছাত্রী ও অভিযুক্ত যুবক, দুজনেই মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলের পাশাপাশি মেডিকেল কলেজে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ছুটে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারে।


আক্রান্ত ছাত্রীর নাম তনুশ্রী চক্রবর্তী। তনুশ্রী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অংক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অলোক মণ্ডল ছুরি নিয়ে তনুশ্রীর ওপর হামলা চালায়। পরে সেই ছুরি দিয়েই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে সে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। খবর পেয়ে মালদা মেডিকেল কলেজে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য আধিকারিকরা।



ঘটনাপ্রসঙ্গে উপাচার্য কোনও মন্তব্য করতে রাজি না হলেও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাজীব পুততুণ্ডি জানান, বিজ্ঞান ভবনে দুর্ঘটনাটি ঘটেছে৷ বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্র ছুরি দিয়ে এক বর্তমান ছাত্রীকে আঘাত করেছে৷ সে নিজেও ছুরিকাহত হয়েছে৷ তবে কী করে সে আহত হল তা এখনও সঠিকভাবে বলতে পারব না৷ আহত দু’জনকেই মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হবে।”


এদিকে ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় চত্বরে আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়া জানান, বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটলে পড়ুয়াদের নিরাপত্তা কোথায়? কীভাবে একজন প্রাক্তনী ধারালো অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ে? কর্তৃপক্ষের উচিত বিষয়গুলির ওপর নজর দেওয়া।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page