মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন যুব মোর্চার
বেহাল স্বাস্থ্য পরিষেবা ও ডেঙ্গু প্রতিরোধে রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাস্তায় নামল ভারতীয় জনতা যুব মোর্চা। আজ দুপুরে সংগঠনের সদস্যরা মিছিল করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ঘেরাও করেন। মিছিলে পা মেলান বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথী ঘোষ, সম্পাদক অম্লান ভাদুড়ি, যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি সহ অন্যান্যরা।
বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠনের তরফে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের সদস্যরা।
Comments