top of page

সাড়ে চারশো কোটির বাজেট পেশ হল জেলাপরিষদে

লোকসভা ভোটের আগে কল্পতরু মালদহ জেলাপরিষদ। বৃহস্পতিবার প্রায় সাড়ে চারশো কোটি টাকার বাজেট পেশ করল জেলাপরিষদ কর্তৃপক্ষ। এদিন মালদা বিনয় সরকার অতিথি আবাসে বৈঠক হয়। একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস হয়ে যায় বাজেট। বিরোধীদের অভিযোগ লোকসভা ভোটের রাজনীতি করছে শাসক দল। ভোটের আগে মানুষকে চমকে দিতে এই শিলান্যাস। বাস্তবে কোন কাজ হবে না। ভোট পরবর্তী সময় দেখা যাবে কাজ গুলি যে পরিস্থিতিতে ছিল সেখানেই থাকবে। মানুষ সমস্তটায় বুঝতে পারছে। এর জবাব মানুষ নিজেরাই দেবে।


বিরোধীদের অভিযোগ লোকসভা ভোটের রাজনীতি করছে শাসক দল। ভোটের আগে মানুষকে চমকে দিতে এই শিলান্যাস। বাস্তবে কোন কাজ হবে না।

জেলাপরিষদের বাজেট বৈঠকে উপস্থিত ছিলেন সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, মেন্টর কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, অতিরিক্ত জেলাশাসক অরুণকুমার রায় ছাড়াও কর্মাধ্যক্ষ ও সভাপতিরাও। এদিনের বাজেটে গ্রামীণ রাস্তা, পানীয় জল, বাজারের উন্নতিতে জোর দেওয়া হয়েছে। এদিনই ৭৬ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page